Ads

হুজুর ও চোরের একটি শিক্ষণীয় গল্প



হুজুর ও চোরের একটি শিক্ষণীয় গল্প












অনেক দিন আগের কথা একদা গ্রামে হুজুর আর চোর বাস করত। হুজুর আল্লাহর ইবাদত করত আর চোর তার চুরির কাজে লিপ্ত থাকত। একদিন হঠাৎ হুজুর ভোর বেলায় ফজরের আগে ফজর নামাজ বা আল্লাহর ইবাদত করার জন্য ছোট্ট দিঘীর পাড়ে অযু করতে এসেছে।

আর ছোট্ট দিঘীর অপর প্রান্তে সারা রাত চোরের চুরি করে হাত-পা ও মুখ ধুইতে এসেছে। দিঘীর অপর প্রান্তে লোকটিকে দেখে হুজুর ভাবল কত কষ্ট করে এই শীতে ভোর বেলায় আল্লাহর ইবাদত করার জন্য অযু করতে আসছে।

আর চোরে হুজুরকে দেখে ভাবল আমার মত সারা রাত চুরি করে এখন হাত-পা ও মুখ ধুইতে এসেছে। তারপর হুজুর মনে মনে বলতে লাগল আমি ছাড়াও আল্লাহর ইবাদত করার জন্য ইমানদার মানুষ আছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন (আমীন)।

আর চোর মনে মনে বলতে লাগল তাহলে আমি ছাড়া এ গ্রামে চোর আছে।

মূলকথা: যে নিজে খারাপ, সে অন্যকে খারাপ ভাবে আর যে নিজে ভাল সে অন্যকেও ভালো ভাবে। যার যার অবস্থান থেকে এ ভাবনাটা ভাবাই স্বাভাবিক।










 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.