bangla sma
1) তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ
পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ
ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন
2) তোমাকে অনুবাদ করেছি স্বপ্নে
তোমাকে অনুবাদ করেছি তৃষ্ণায়??
তোমাকে অনুবাদ করেছি উদাসিনতায়.....
#☺☺☺
3) চোখের যত কথা ছিল,
কেড়েছে শুন্য দৃষ্টি?
খুব আদরের শহর ভিজা'ক,
বেহিসেবী বৃষ্টি?
4) ভুলিনি ত আমি তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি??
আসো আবার ও কাছে হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে??
5) আমি জানিনা কেন জানিনা,
কোন সে মায়াতে পরছি বাধা....
আমি পারিনা আর তো পারিনা,
ভুলে থাকতে তোমায় একা......
আমি জানিনা বুঝিনা এটাই কি ভালবাসা ?
6) যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
7) ভালবাসা মানে শুধুই তুমি
আর তোমাকে ঘিরে
চেনাজানা পাগলামি ☺
8) বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
পথ চলতে ভীষণ ভয়,
তুমি এসে বলে দাও, আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়,
9) #প্রিয়_বনলতা,
আজ রুদ্র কঠোর, বৃষ্টি নেই,
অলি-গলি তাই শূন্য।
তুমি আসলে হাঁটব দু-জন,
অলি-গলি হবে পূর্ণ!
10) #প্রিয়_বনলতা,
এই গরমে যদি তুমি হয়ে যাও ক্লান্ত,
দিন শেষে হিমেল বাতাস করবে তোমায় শান্ত।
11) #প্রিয়_বনলতা,
তুমি একটু হাসবে বলে আমার এই গান গাওয়া।
তুমি ভালবাসবে বলে, আমার এই ছুটে যাওয়া।
12) ভালোবাসা মানে,
একটা রাত না হয় না ঘুমিয়েই কাটালাম তাতে কি? প্রত্যেক প্রহরে আমি তোমার কথা ভেবেই জাগি! ☺
13) তুমি আমার শুরু, তুমি আমার শেষ,
তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ...
14) আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো,
আমি অশ্রু হব যদি তুমি কাঁদো,
আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ ।
আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ ।
15) সেদিন ঐ ভোরের আলোয়
যে ঘুমন্ত তোমাকে আমি দেখেছিলাম..
আমি জানি আমি সেদিন থেকেই তোমায় ভালবাসি ❤️
16) তোমার ওই চক্ষু গোলকের মাঝে হারিয়ে যাচ্ছি কন্যা <3
17) ভালোবাসা মানে,,,রাস্তায় হাটতে হাটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা...
18) একজন প্রকৃত প্রেমিক শত শতমেয়েকে ভালবাসে না..বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে..!!
19) ভালোবাসা কোন কিছু দেখে হয় না,ভালোবাসা এমনিতেই হয়ে যায়,কোন কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না ভালোলাগা পর্যন্ত হতে পারে।
20) কে বলে চাঁদ কে স্পর্শ করা যায়না
এই যে!! ছুঁয়ে দিলাম।
21) মনে হয় শুধু আমি আর শুধু তুমি
আর ঐ আকাশের পউষ নিরবতা,,
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে
কতকাল কহিয়াছি আধো আধো কথা!!
22) যতনে রেখেছি তোমায় আমারি বুকে___<>___
পারবেনা কেড়ে নিতে কেউ তোমাকে__^__
কোথায় যাবো আমি কে আছে আমার___<>___
তুমি ছাড়া পৃথিবীটা এতই আধাঁর___()___
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো,,,
জনমে জনমে আমি তোমারি রবো____[]____
23) তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই......
24) মনের মধ্যে প্রবহমান ঝর্ণা
এনে দিল ভালবাসার বন্যা।
ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা
শুরু হল ভালবাসার খেলা।
25) তুমি আমার রঙ্গিন শপ্ন, শিল্পীর রঙ্গে ছবি ।
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি ।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল ।
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল ।
26) একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
27) শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্যে কয়েক হাজার
বছর এক নিমিষেই বেঁচে থাকা যায়।
হোক সে হাসির কারন অন্য কেউ...তবুও।
28) তোমার জন্য স্বপ্ন দেখি
তুমি আসবে বলে,
তোমার জন্য অপেক্ষায় আছি
তুমি ভালোবাসবে বলে।
29) ভালবাসা মানে আবেগের পাগলামি, <3
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি । <3
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,, <3
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।
No comments