Ads

ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা রায়পুরা নরসিংদী মেশকাত জামাতের ছাত্রদের বিদায় অনুষ্ঠানের একাংশ





















আমাদের মাদ্রাসা থেকে আজ যেই ছাত্রগুলো বিদায় নিচ্ছে তাদের মধ্যে আতিক শামীম শরীফ এই ছাত্রগুলি মাদ্রাসার অনেক পরিশ্রম করেছে যা বলার বাইরে খুব কাছের একজন ছাত্র ছিল এবং শামীম এমন একটা ছাত্র ছিল তার শুরু থেকে এই মাদ্রাসায় পড়ছে এবং মাদ্রাসায় যাবতীয় যত কাজ মাদ্রাসার যাবতীয় কাজ করতো এমনকি শরীফ ও মাদ্রাসার অনেক কাজ করতো তারা অনেক ভদ্র ছিল আরো অনেক ছাত্র আছে যাদেরকে আমি চিনি না বা আমি অপরিচিত কিন্তু এই ক্লাসের সমস্ত ছাত্রগুলি অনেক ভালো ছিল যার অতুলনীয় তাদের কোন তুলনা নেই এবং এই মাদ্রাসার মাহফিলের সময় মাদ্রাসার সমস্ত কাজ তারা মিলে করেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা আসলে মাদ্রাসার প্রিয় মাদ্রাসাকে ভালোবাসি এমন একটা ছাত্র আমাদের মাদ্রাসার পাশে একটা বাজারে দোকানে আগুন লাগে তখন সে অনেক পরিশ্রম করে সে আগুন নিভাতে গিয়ে তার জীবন বাজি রেখেও সেই আগুন নিভেছে এমন অনেক নজির আছে আমাদের মাদ্রাসার পাশে একটা সংগঠন আছে সংগঠনের যত রক্ত লাগে সব রক্ত আমাদের মাদ্রাসার ছাত্রবৃদ্ধি এজন্য ওই সংগঠন থেকেও তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তো আসেন আমাদের মাদ্রাসা দেখে যান ঘুরে যান যদি ভালো লাগে তাহলে আপনার একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশের মাদ্রাসা কমই পাওয়া যায় আপনার না আসলে বুঝতে পারবেন আমাদের সেটা কত সুন্দর বাকি যদি আসেন তো আপনার মনটা পড়ে যাবে মাদ্রাসা থেকে একবার আপনাদের কাছে অনুরোধ রইলো যেন মাদ্রাসাটা করে দেখে যান যদি ভালো লাগে যদি মন চায় তাহলে আপনার একটা ছেলে আপনার মেয়ে বা আপনার বোন আপনার ভাগ্নে আপনার ভাতিজি আপনার কোন আত্মীয়-স্বজনকে এনে ভর্তি করতে পারেন

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.